নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: মঙ্গলবার ১৪,মে :: সন্দেশখালির এক বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাটপোল এলাকা জুড়ে সকাল থেকেই থমথমে পরিবেশ, এলাকায় চলছে পুলিশ ও র্যাপ এর টহল দারী। কাঠপোল বাজার অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে, রাস্তাঘাট শুনশান জনশূন্য গ্রাম এক প্রকার বলা যেতে পারে। গ্রামের যেসব মহিলারা পুলিশ ও দুষ্কৃতীদের তাণ্ডবের ভয়েতে রাত জেগে গ্রাম পাহারা দিয়েছিল তারা অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রামের পথে রয়েছে ।
তাই আপাতত কাঠপোল এলাকা জুড়ে শান্ত পরিবেশের চেহারা নিয়েছে। চতুর্থ দফা নির্বাচনের দিনই সন্দেশখালীর এক বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় বিজেপি নেত্রী গীতা বর সহ চারজনের মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, দিনের শেষে রাত সাতটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ বিক্ষোভ হটিয়ে দেয়। পাশাপাশি তিন মহিলাকে আটক করলে রাত্রি ছেড়ে দেয়।
আজ সকাল থেকেই এলাকায় পুলিশ কহল চলছে, যেন অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে দোকানপাট বন্ধ। গ্রামবাসীরা রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ভয়ে রাত জাগছে হাতে ঝাঁটা লাঠি নিয়ে,
কিন্তু প্রশ্ন হচ্ছে যে গীতা বরের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কখনো আগুন লাগানো, আবার কখনো বেআইনি জামায়েত করে সংগটিত করে মহিলাদের হাতে ধরালো অস্ত্র তুলে দেওয়া, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছে, ইতিমধ্যে তিনি দশ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন ।