সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ১৫,মে :: দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ। রোহিতের নেতৃত্বে ভারতকে এবার আইসিসির ট্রফি জয়ের খরা কি কাটাতে পারবে? দীর্ঘদিন ধরে ভারতের কাছে আইসিসি ট্রফি আসেনি। একদিনের বিশ্বকাপের ফাইনালেও ফিরে এসে তীরে এসে তরি ডুবে ছিল ভারতের।
ফাইনাল ম্যাচে প্যাট কামিংস এর অস্ট্রেলিয়ার কাছে পরাজয় স্বীকার করেছিল ভারত। তবে এগুলো এখন অতীত, সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ। এবার বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। মোট কুড়িটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান।
খেলা শুরু হচ্ছে জুন মাসের ২ তারিখ থেকে, ভারতের প্রথম ম্যাচ জুন মাসের ৪ তারিখ। যেহেতু একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাই এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ পরস্পর মুখোমুখি হবে। সেই খেলাকে ঘিরে এখন থেকে উন্মাদনা বাড়ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন হয়েছে। ভারত নতুন জার্সি পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে। নিজেদের সেরাটা মেলে ধরতে প্রস্তুত ভারত। রোহিতের ক্যাপ্টেনশিপে কতটা সাফল্য মিলবে? চলছে বিশেষজ্ঞদের চুলচেরা বিশ্লেষণ। প্রথমে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলা হবে তারপরে সুপার হিট, সবার শেষে ফাইনাল।