সোনা পাচারকারী চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার , বড় সাফল্য কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৭,মে ::  সোনা পাচারকারী চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার , বড় সাফল্য কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের।দফতর সূত্রে জানা যায়, ধৃতের নাম সুমন কর্মকার। ব্যক্তির বাড়ি কোচবিহার জেলার দিনহাটায়।বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ির দফতরে ডেকেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা।

জেরা করবার সময় অসঙ্গতি ধরা পড়ে, এরপরে তাকে গ্রেফতার করে আধিকারিকেরা। জানা যায়,গত ১১এপ্রিল সেন্ট্রাল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) এর দল শিলিগুড়িতে বিহারের এক বড় সোনা চোরাচালান চক্রকে ফাঁস করে।পাচারকারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিআরআই দল দুই জন রিসিভারকে গ্রেপ্তার করে।

সেই ঘটনায় বিধুভূষণ রায়,কোচবিহারের পুন্ডিবাড়ি,বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা দিনেশ পারেখ এবং মনোজ কুমার সিনহা নামে তিনজনকে গ্রেফতার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর মূল পাণ্ডার খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা পরে সুমন কর্মকারকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =