নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৮,মে :: বাড়ছে গরম, গরম বাড়লে ঠান্ডা জল খাওয়ার একটা প্রবৃত্তি দেখা যায়। ফ্রিজের ঠান্ডা জল অনেকেরই খাওয়া বারণ থাকে শারীরিক অসুবিধার কারণে। এছাড়া ফ্রিজ কেনা অনেক ব্যয়বহুল্য, সেই কারণে অনেকেই ফ্রিজ কিনতে পারেন না। তবে ঠান্ডা জল খেতে গরমের সময় এক অদ্ভুত তৃপ্তি পাওয়া যায়।।
শিলিগুড়ির পালপাড়া তে পাওয়া যাচ্ছে মাটির ফ্লাস্ক । যেখানে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে। পালপাড়ার বিভিন্ন মাটির দোকানগুলিতে বিক্রি হচ্ছে এই মাটির ফ্লাস্ক। এই বিষয়ে একজন দোকানের মালিক জানিয়েছেন, পাইকারি ও খুচরো উভয় পদ্ধতিতে বিক্রি করছেন তারা মাটির ফ্লাক্স। চাহিদা রয়েছে অনেকেই কিনতে আসছেন। পাশাপাশি তিনি আরো জানান এই মাটির ফ্লাক্সে দীর্ঘক্ষণ জল ঠান্ডা থাকে। দামও খুব একটা বেশি নয়, সাধ্যের মধ্যে।