সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: রবিবার ১৯,মে :: এক কথায় অবিশ্বাস্য, দেওয়ালে পিঠ ঠেকে যাবার পর অসামান্য প্রত্যাবর্তন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। যখন সমর্থকরা আশায় ছেড়ে দিয়েছিলেন তাদের প্লে অফে পৌঁছাতে পারবে , সেখান থেকেই আরসিবির অবিশ্বাস্য পারফরম্যান্স। একটার পর একটা হার্ডেল অতিক্রম করার পর প্লে অফ এ পৌঁছে গেল তারা।
আজকের ম্যাচটি ছিল ডু অর ডাই, জিতলেও নির্দিষ্ট ব্যবধানে হারাতে হবে চেন্নাই সুপার কিংস কে। করে দেখালো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিং কে ২৭ রানে হারিয়ে দিয়ে পৌঁছে গেল প্লে অফে। এবারের মত প্লে অফ হয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল চেন্নাইয়ের। শনিবার হাই ভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংস কে ২৭ রানে হারিয়ে দিয়ে প্লে অফ এ যাওয়ার রাস্তা পাকা করে ফেলল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
প্লে অফে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলি যদি কিন্তু ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। ম্যাচ জিতলেই হবে না নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে, আবার বৃষ্টি হলেও রয়েছে সমস্যা। টসে হারলেও কিছুটা পিছিয়ে পড়বে তারা। তবে সমস্ত কিছু বাধা-বিপদ থেকে হেলায় উড়িয়ে দিয়ে প্লে অফের দৌড়ে পৌঁছে গেল তারা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে। এরপর চেন্নাই ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয়। ২৭ রানে চেন্নাই কে হারিয়ে দিয়ে ২০২৪ এর প্লে অফের দৌড়ে বিরাটরা।