নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৯,মে :: দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে। তাও আবার প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে। এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর হাটে।
এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করেন। কীভাবে সরকারি ত্রাণের ত্রিপল হাটে এল? ত্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে, কেন খোলা হাটে ৭০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন। তারা গোটা ঘটনায় প্রশাসনিক তদন্ত দাবী করেন।