কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: বুধবার ২২,মে :: নিকাশির জন্য জেলা পরিষদের ১০ লক্ষ টাকা বরাদ্দ হওয়ার পরেও আটকে রয়েছে কাজ।একদিনের স্বল্প বৃষ্টির জমা জলে ওষ্ঠাগত হয়ে উঠেছে গ্রামবাসীদের প্রাণ।গোটা গ্রাম জুড়ে নেই কোন জল নিকাশি ব্যবস্থা।ফলে,সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকে।
যার ফলে নিত্যদিনই জমে থাকা জলে পা ডুবিয়ে রাস্তা পারাপার করতে হয় গ্রামবাসীকে।ধ্বসে পড়ছে কাঁচা বাড়ি।গ্রামে ঢুকছে না অ্যাম্বুলেন্স।ঘটছে ছোট বড় দুর্ঘটনা।তাই নিকাশির দাবিতে বুধবার রাস্তায় হাঁটু সমান জমা জলে নেমে মাছ ধরার জাল নিয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ার বাসিন্দারা।
এই এলাকায় প্রায় ৪০ টি পরিবারের বসবাস।রাস্তার নোংরা জল বাড়িতে ঢুকে পড়ছে।যাতায়াত করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ।অভিযোগ,ভোট ঘোষণার আগে এই এলাকায় জেলা পরিষদের ১০ লক্ষ টাকা বরাদ্দে নিকাশির কাজের সূচনা হয়।ঘটা করে ফিতে কাটার অনুষ্ঠান হলেও পরবর্তীতে এগোয়নি কাজ।তাই দ্রুত কাজের দাবিতে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা।