নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার কাজোড়া গ্রামের রুইদাস পাড়ায় ডাইরিয়ার প্রকোপ দেখা গেল।বর্তমানে দুই শিশুসহ ২১ জন ভর্তি রয়েছে আসানসোল জেলা হাসপাতালে । স্থানীয়দের অভিযোগ BDO ও BMOH কে বার বার বলা সত্বেও কোনো স্বাস্থ্যকর্মীকে পাঠায়নি। স্থানীয় প্রধানকেও জানানো হলেও শুধুমাএ স্প্রে করা ছাড়া আর কিছু হয়নি।
এই গ্রামে দিন আনা দিন খাওয়া লোকের ১৫০টি পরিবারের বসবাস। এই গ্রামে জলের সমস্যা রয়েছে । একটি কুয়ো থেকেই জলের চাহিদা পূরণ করে স্থানীয় মানুষেরা।একটি পুকুর রয়েছে সেটাও দূষিত ।স্থানীয় প্রশাসনের কোনো ইতিবাচক ভূমিকা এখনো দেখা যায়নি বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়াও রেড ভলেন্টিয়ার তিনদিন ধরে এই গ্রামের পরিষেবা দিয়ে আসছে। তাদের বক্তব্য যদি এইখানে অতিদ্রুত মেডিক্যাল টিম না আসে তবে এই ডায়রিয়া মহামারী আকার ধারণ করবে