নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুরুলিয়া :: শনিবার ২৫,মে :: কাজি নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পাঞ্চলের চুরুলিয়াতে প্রভাতফেরী বার করা হয়।প্রভাতফেরীতে উপস্থিত ছিলেন কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ডঃ দেবাশীষ বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট অতিথিরা।
প্রভাতফেরীর পর কাজি নজরুল ইসলামের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয়, কাজি নজরুল ইসলাম এবং প্রমিলা কাজির সমাধিতে মাল্যদান করা হয়। ডঃ দেবাশীষ বন্দোপাধ্যায় জানান কাজি নজরুল ইসলামের
জন্মবার্ষিকী উপলক্ষে চুরুলিয়ায় তার জন্মভিটায় ৪৪ তম মেলার আয়োজন করা হয়েছে, চুরুলিয়ার মূল মঞ্চে নজরুলের কবিতা, গাণ পরিবেশন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে ছয় জন শিল্পী গাণ পরিবেশন করবেন।
জেলা শাসক সহ আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ অনুষ্ঠানে উপস্থিত হবেন রবিবার। ডাঃ বন্দোপাধ্যায় জানান কাজি নজরুল ইসলাম বিশ্ববরেণ্য তিনি কোন জাতপাত মানতেন না একাধারে তিনি মসজিদে ইমামের কাজ করেছিলেন এবং অন্যদিকে তিনি দূর্গাপূজা ও কালিপূজা করেছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদান ভোলা যাবে না।