উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পূর্ব বর্ধমানের জামালপুরের মহিন্দরের তারামা মন্দির ট্রাস্ট সারা বছর স্বেচ্ছাসেবী সংগঠনের মত নানা সামাজিক কাজ করে থাকে। প্রতিবছর কালি পুজোর পর ভাইফোঁটার দিন তারা ভাইফোঁটার ব্যবস্থা করে। এবছরও আজ ভাইফোঁটার দিনে তারা ভাইফোঁটার আয়োজন করে। তাদের ভাইফোঁটা একটু ভিন্নরকম। এখানে হিন্দু- মুসলিম নির্বিশেষে বোনেরা ভাইদের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেয়। অনুষ্ঠানটির আয়োজন করেন তারামা ট্রাস্টের কর্ণধার দীপঙ্কর ঘোষ।
আজকের এই অনুষ্ঠানে ভাইফোঁটা নিতে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জামালপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ও পাড়াতল ১ নং পঞ্চায়েত প্রধান উত্তম হাজারী। আজকের এই শুভ দিনে এলাকার শতাধিক বাচ্চাদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মেহেমুদ খানকে সংস্থার পক্ষ থেকে শীতের পোশাক পরিয়ে বরণ করা হয়।
মেহেমুদ খান বলেন প্রতিবছরই এই সম্প্রীতির ভাইফোঁটায় তিনি উপস্থিত থাকেন। তিনি আরো বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়েছে এই তারমা ট্রাস্ট। তিনি এই সংস্থার সমৃদ্ধি কামনা করেন।