নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২৬,মে :: এই প্রচন্ড গরমের হাত থেকে পাখিদের বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কোচবিহার কোতোয়ালি থানা। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের তত্ত্বাবধানে এদিন কোচবিহার পুলিশ লাইন এলাকার প্রতিটি গাছে একটি করে মাটির হাঁড়িতে জল ভরে তা ঝুলিয়ে দেওয়া হয়।
তিনি জানান, বাইরে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা সেক্ষেত্রে বেশ কিছু পুকুর ছোট ছোট জলাশয়ের জল শুকিয়ে গেছে, পাখিদের বিশেষ সমস্যা হচ্ছে। তাই কোচবিহার কোতোয়ালি থানার তত্ত্বাবধানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় দেড়শ এর বেশি মাটির হাঁড়িতে জলের ব্যবস্থা করা হয়েছে।
গাছের পাতার ফাঁকে এক প্রকার লুকিয়ে এই মাটির হাড়ি গুলো লাগানো হয়েছে যাতে কোন অবস্থাতেই পাখিদের জলখাবার ক্ষেত্রে কোন সমস্যা না হয়। সময় সময়ে এই জল পরিবর্তন করে দেওয়া হবে বলেও জানান তিনি। কোচবিহারে কথা বলি থানার এই পাখি প্রেম মন কেড়েছে কোচবিহার জেলার সাধারণ মানুষের।