ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি থামান এবং বিধায়কের গাড়ি সহ সঙ্গে থাকা অন্যান্য প্রশাসনের আধিকারিক দের গাড়িও চেকিং করা হয় ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: রবিবার ২৬,মে :: সপ্তম দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে নাকা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও নির্বাচন কমিশনের নির্দেশে , লোকাল থানার সহযোগিতায় চলছে নাকা চেকিং ।

আর এই নাকা চেকিং যে ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য । এমনই এক চিত্র দেখা গেল ভাঙ্গড় থানার বোদরা কালিতলাতে। প্রতিদিনের মতোই কালিতলাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলছিল নাকা চেকিং আর তারই মধ্যে চলে আসে বিধায়ক শওকত মোল্লার গাড়ি সহ বিভিন্ন আধিকারিকদের গাড়ি ।

কোন কাল বিলম্ব না করে নাকা ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি থামান এবং বিধায়কের গাড়ি সহ সঙ্গে থাকা অন্যান্য প্রশাসনের আধিকারিক দের গাড়িও চেকিং করা হয় । অবশ্য গাড়িতে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eleven =