সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: রায়দীঘি :: সোমবার ২৭,মে :: ক্ষমতা এখন আর নেই কিন্তু মানুষ যখন বিপদে পড়ছে তখনই মানুষের কাছে পৌঁছে গিয়েছেন কান্তি গাঙ্গুলি।এক সময় দাপুটে বাম নেতা ছিলেন। এমনকি রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের দায়িত্বও সামলেছেন তিনি। তাই সুন্দরবনকে হাতের তালুর মতন চেনেন তিনি।
কখনো ঘূর্ণিঝড় আম্ফান কখনো বা বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস । যখনই যখনই সুন্দরবনের আকাশে দুর্যোগের ঘন মেঘ জমেছে তখনই তখনই এলাকার মানুষদের পাশে ছুটে এসেছেন বাম নেতা কান্তি গাঙ্গুলী। রবিবার সকালে ধুতি-পাঞ্জাবি পরে মনে নদীর তীরে এলাকার মানুষদের হাল-হাকিকত জানতে ত্রাণ সামগ্রিক নিয়ে হাজির হন কান্তি গাঙ্গুলী।
এই বিষয়ে কান্তি গাঙ্গুলী বলেন “আমি তো সরকারে নেই তাই আশপাশের মানুষের সাহায্য নিয়ে যতটা সম্ভব মানুষের পাশে দাঁড়াচ্ছি।” জানা যাচ্ছে ইতিমধ্যে ত্রিপল, ত্রাণের প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। সকালবেলাই পৌঁছে গিয়েছেন সুন্দরবনে। অবস্থা খতিয়ে দেখছেন।তিনি আরও বলেছেন যে, গত তিরিশ বছর ধরে সুন্দরবনের ঝড়-ঝঞ্ঝার প্রত্যক্ষ সাক্ষী আমি।
২০০৯ সালের ২৬ মে আয়লা আছড়ে পড়েছিল সুন্দরবনের বুকে। আজও সেই ২৬ মে। আমি তো নদীর পাড়ে দাঁড়িয়ে। বৃষ্টি হচ্ছে। হাওয়াও বইছে। রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিয়েছে বলছে। কিন্তু আমি তা লক্ষ্য করছি না। আমার মনে হয় প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত।”এদিকে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় যত এগিয়ে আসছে, তত রাজ্যজুড়ে খারাপ হচ্ছে আবহাওয়া।
প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়, সঙ্গে চলছে দমকা হাওয়া। লোকসভা নির্বাচনের সপ্তম দফায় কান্তি বাবুর জেলায় তিনটে লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী ১ লা জুন। ডায়মন্ড হারবার বাদ দিলে মথুরাপুর জয়নগরের নির্বাচন কান্তি গাঙ্গুলি ছাড়া ছিলো অসম্ভব। শক্ত হাতে হাল ধরতেন।
যেমনটা স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে বাঁধ মেরামতি করতেন। অনেকেই তাঁকে কোদাল ধরতে দেখেছেন। বিপর্যয়ের দিনে হাল ধরাটা তার নেশা। কিন্তু দুর্ভাগ্য এবারের লোকসভা নির্বাচনে তাঁকে আর সেই ভাবে দেখা গেলো না।
কথায় বলে সেই রাম আর নেই অযোধ্যাও আর নেই। বয়েস তার বেড়েছে বটে কিন্তু বিপদের দিনে তিনিই ত্রাতা। ক্যানিং গোসাবা বাসন্তী লাহিড়ীপুর সাতজেলিয়া পাঠানখালি কুলতলী এলাকার মানুষের সাথে তার গভীর টান। টান আজও আছে। কিন্তু কান্তি বাবু আজ আর সেই ভাবে হাল ধরতে পারেন না। অশক্ত হাতে তবুও চেষ্টা করেন। তার নাম কান্তি গাঙ্গুলি।