ঘূর্ণিঝড় রেমেলের এর গতিকে হার মানালো কেকেআর, ফাইনালে উড়িয়ে দিল হায়দ্রাবাদকে

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২৭,মে :: বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমেলের গতিকে হার মানালো কলকাতা নাইট রাইডার্স। দ্রুততার সঙ্গে ২০২৪ ফাইনাল ম্যাচ জিতে নিল তারা। সানরাইজ হায়দ্রাবাদ কে ৮ উইকেটে হারিয়ে এই বছরের আইপিএল চ্যাম্পিয়ন হলো তারা।

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথমে ব্যাট করতে নেমে রাসেলদের বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা। মাত্র ১১৩ রানের মধ্যে অলআউট হয়ে যায় হায়দ্রাবাদ। ১৮.৩ ওভারে ১১৩ রান তুলে অলআউট হয়ে যায় তারা। ১১৪ রান করলে জিততে হবে এই লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কলকাতা নাইট রাইডার্স মাত্র ১০.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়।

গুরবাজ করেন ৩৯ রান, অপরদিকে বাহান্ন রানে নট আউট থাকেন ভেঙ্কটেশ আইয়ার। এই নিয়ে মোট তিন বার আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। অনেকেই ভেবেছিলেন ম্যাচটি জমজমাট হবে, তবে ফাইনাল ম্যাচে নিজেদের পারফরমেন্সের ধারা বজায় রাখল কেকেআর। একতরফা ম্যাচে কে কে আর অনায়াসে হারিয়ে দেয় সানরাইজ হায়দ্রাবাদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =