নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সকাল থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটার প্রস্তুতি। মিষ্টির দোকানে লম্বা লাইন। ভাইয়েদের পছন্দ মত মিষ্টি কেনার জন্যে দোকানে ভিড় বাড়ছে।ভাইফোঁটার বাজার আগুন। মাছ-মাংস থেকে সবজি সর্বত্র চড়া দর।
সকাল থেকে বাজারে ভিড় করেছেন মানুষ। ভাইয়ের পাতে ভাল মন্দ খাবার দিতে গিয়ে পকেট ফাঁকা হওয়ার জোগার। এতটাই চড়া দাম জিনিসের। মিষ্টির দামও আকাশ ছোঁয়া। প্রমান সাইজের মিষ্টি ১০ টাকার নিচে নেই। এক একটা পিস মিষ্টির দাম ১০ থেকে ১৫ টাকা। তার উপরে শাক-সবজি আর মাছ মাংসের দাম অগ্নিমল্য। হু হু করে বাড়ছে দাম।
সকাল থেকেই তাই বাজারে ভিড়। কিন্তু ভাইকে খাওয়াবেন কি? সবই তো অগ্নিমূল্য। এতটাই জিনিসের দাম। শাক সবজি থেকে মাছ-মাংস কোনও কিছুই মধ্যবিত্তের আয়ত্বে নেই। যদিও গত ২ দিনে পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমেছে। কিন্তু বাজার সেই অগ্নিমূল্যই হয়ে রয়েছে। আর পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন সকলে। একটাই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। মিষ্টির বাজারও অগ্নিমূল্য। ভাইফোঁটার দিনে রাজনৈতিক নেতারাও মাতেন উৎসবে।