নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: কালীপুজোর আমেজে আপাতত আকাশের মুখ সেভাবে ভার নেই গতকাল থেকেই। আলোর উৎসবে যখন গোটা বাংলা মাতোয়ারা তখন তার যোগ্য সঙ্গত দিয়েছে আবহাওয়াও। ইতিমধ্যেই ভোর শুরু হচ্ছে কুয়াশার চাদরে। এরপর সেই চাদর আরও ঘনীভূত হবে বলে দাবি আবহাওয়া দফতরের।
৬ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা বাকি জেলায় কোথাও থাকছে না। অর্থাৎ ভাইফোঁটার পরিবেশ মনোরম থাকতে চলেছে উত্তরবঙ্গে। দার্জিলিং-এ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর উত্তরবঙ্গ কালীপুজো ও ভাইফোঁটার মরশুমে শুকনো যেমন থাকতে চলেছে তেমনই ধীরে ধীরে জাঁকিয়ে শীত অনুভব করতে চলেছে তারা। ভোরে দেখা যাবে কুয়াশা। এছাড়াও ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রায় সেরকম পরিবর্তন হবে না।
এদিকে ভাইফোঁটার মরশুম মনোরম পরিবেশেই কাটাতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। আপাতত দক্ষিণের সমস্ত জেলা শুকনো থাকতে চলেছে বলে জানা গিয়েছে। ভোরের দিকে সমস্ত জেলাতেই হালকা শীত অনুভূত হতে চলেছে। এদিন সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২০ ডিগ্রি ছিল বলে জানা যায়। আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, তবে এবার ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা যাচ্ছে।