নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ২৭,মে :: ইতিমধ্যে এই ত্রান শিবিরে প্রায় পাঁচ থেকে সাত জন উপস্থিত হয়েছেন। পাশাপাশি একজন বৃদ্ধ এবং তিনজন ছোট বাচ্চাও রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় দুর্বল মাটির বাড়ি থাকার জন্য তারা এই ত্রাণ শিবিরে এসেছেন।
সকাল থেকেই হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছিল এলাকার মানুষদের নিরাপদ স্থানে থাকার। সেইমতো সুন্দরগঞ্জে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিবেগ বাড়ায় আতঙ্কিত হয়ে তারা এই বিদ্যালয় আশ্রয় নিয়েছে।