নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাদনা পরব ও খুঁটান উৎসবে মাতলো বাঁকুড়া। রাড় বঙ্গের অন্যতম উৎসব হল বাঁদনা পরব ও খুঁটান উৎসব। জানাযায়, কালি পূজোর পরের দিন বাঁদনা পরব, কালি পূজোর দিন গভীর রাত থেকে গবাদি পশুদের গান গেয়ে জাগানো হয়।
এরপর কালি পূজোর পরের দিন বাঁদনা পরব, সেদিন গরুকে পূজো দেওয়া হয়। এর পরের দিন অর্থাৎ ভাতৃ দ্বিতীয়ার দিন গরুকে খুঁটানো হয়। ঢোল ধামসা, লাগড়া এবং মরা পশুর চামড়া নিয়ে বলদ বা মহিষের সামনে বিভিন্ন গান করে তাদের উত্তেজিত করা হয়, যা খুঁটান নামে পরিচিত।