তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হাওড়ার বালিটিকুড়ি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৩১,মে :: শিবপুর বিধানসভার অধীন দাসনগর থানার অন্তর্গত বালিটিকুরি কোঅপারেটিভ ব্যাংকের সামনে ঈশান সিং রাজপুত আনুমানিক বয়স ২৪ বছর ,বালিটি কুড়ি নস্কর পাড়ার স্থায়ী বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তৃণমূলেরই অপর গোষ্ঠীর কিছু দুষ্কৃতী মাথায় রিভলবার ঠেকিয়ে সারা শরীরে ভোজালির কোপে আঘাত করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।

রক্তাক্ত অবস্থায় সে কোন রকম প্রাণ বাঁচিয়ে অন্যত্র পালিয়ে যায়। তারপরে তাকে নিয়ে গিয়ে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে নিয়ে যান তৃণমূলের ওপর কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর বালটিকুরি চত্বর হয়ে ওঠে রণক্ষেত্র এবং আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। সেখানকার মানুষের বক্তব্য যাকে মারা হয়েছে সেও তৃণমূল কর্মী যারা মেরেছে তারাও তৃণমূল কর্মী।

শিবপুর বিধানসভা চত্বর বিগত কয়েক বছর ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। এক পক্ষ অপর পক্ষের সম্বন্ধে সব সময় বিষোদাগর করেন এবং প্রশাসনের দ্বারস্থ হয়। কারণ শিবপুর বিধানসভা অঞ্চল দাসনগর জুড়ে চলছে তোলাবাজি, জমি দখল, অবৈধ নির্মান এইসব কাজের থেকে যে পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন হয় সেই অর্থের ভাগ বাটোয়ারা নিয়ে চলছে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে । আজ এই ঘটনাকে কেন্দ্র করে দাসনগর থানায় অভিযোগ জানাতে আসে তৃণমূলের এক পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =