সপ্তম ও শেষ দফার এই নির্বাচনে আশা করা হয়েছিল হয়তো নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ । কিন্তু তা আর হলো কই।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: রবিবার ২,জুন :: শেষ হলো ২০২৪ লোকসভার নির্বাচন। সপ্তম ও শেষ দফার এই নির্বাচনে আশা করা হয়েছিল হয়তো নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ । কিন্তু তা আর হলো কই।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বুথ গুলোর দখল নিয়ে নিয়েছিল তৃণমূল অভিযোগ বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের। বেশির ভাগ বুথ থেকে বিজেপি এজেন্ট বের করে দিয়েছিলো তৃণমূল। শুধু তাই নয়। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী কুলতলী ভাঙ্গর ক্যানিং মথুরাপুর সর্বত্রই দাপিয়ে বেড়ালো তৃণমূল।

তৃণমূল বিজেপি সাংঘর্ষে রক্তাক্ত হলো শেষ দফার নির্বাচন। কোথাও বুথ দখল কোথাও ছাপ্পার অভিযোগ। তা হলে প্রশ্ন হলো কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি ছিলো? বিজেপির প্রার্থী অভিজিৎ দশ বলেন খুঁজে পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনীকে। ফোনেও সাড়া পাওয়া যায় নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে ডায়মন্ডে দাঁত ফোটাতেও পারলো না বিজেপি।

বজবজ বিধানসভার ২৫৩ নং বুথে ইভিএম এ বিজেপির প্রার্থীর নামের ওপর ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ করলেন ববি। ফলতার মল্লিকপুর অঞ্চলের ১২ ও ২২ নং বুথে সকাল থেকে ছাপ্পা দিয়েছে তৃণমূল। অভিযোগ বিজেপির। দক্ষিণ বাওয়ালি অঞ্চলের বিভিন্ন বুথ সাত সকালেই জ্যাম করে দেয় তৃণমূল। প্রাথমিক ভাবে জানা যাছে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

তবে বেশ কিছু এলাকায় বিজেপি প্রতিরোধ ও করেছে। কোথাও আবার বিজেপির হাতে আক্রান্ত হয়েছে তৃণমূল। নির্বাচন শেষে কিছু বুথে পুনঃ নির্বাচনের দাবি করতে পারে বিজেপি।। অভিজিৎ দাস ওরফে ববি বলেন রাজ্যে ব্যাপক হারের ভয়ে হিংসা কে হাতিয়ার করে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। কিন্তু এতো সহজ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =