নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সোমবার ৩,জুন :: ভোটের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুর্কায়েত। সোমবার পুনরায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয় রাজ্যের নির্বাচন কমিশন মথুরাপুর লোকসভা কেন্দ্রের। মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথ আড্ডির মহল এলাকায়।
সোমবার আড্ডির মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠে পুনর্নির্বাচন করার কাজ শুরু হল। ইতিমধ্যেই ভোট কর্মীরা পৌঁছে গিয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি রাজ্য পুলিশ ও কেন্দ্র পুলিশের যৌথ উদ্যোগে গ্রামে চলছে টহলদারি। পুনরায় নির্বাচন হতে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই বুথের সামনে লম্বা লাইন ভোটারদের। এই বুথে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩৪৬।
প্রসঙ্গত নির্বাচনের দিন দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় অশান্তির ঘটনা যেমন উঠে এসেছে কুলতলী, জয়নগর, ভাঙড়, ফলতা সহ একাধিক জায়গায় বিরোধীদলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বার করে দেওয়া বা বুথের মধ্যে ঢুকে যে যার ছাপ্পা দেয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
কিন্তু প্রশ্ন একটাই দক্ষিণ ২৪ পরগনা জেলায় যেখানে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে সেক্ষেত্রে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বুথেই পুনঃনির্বাচন তা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। তবে কি ফলাফলের পর রাজ্যের বিরোধী রা হাইকোর্টে দক্ষিণ ২৪ পরগনার একাধিক লোকসভা কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি তুলে মামলা করতে চলেছে। সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলে এক অংশ।