কোচবিহারের পুরনো গরিমা ফিরে পেল তৃণমূল। বিজেপি থেকে জয়ের ব্যবধান ৩৯ হাজার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ৫,জুন :: অহংকার পতনের কারণ, এমনটাই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে ২০১৪ সালের গরিমা ফিরে পেল তৃণমূল কংগ্রেস। সবুজ আবিরে ছেয়ে গেল রাজার শহর।

প্রথম থেকেই টানটান উত্তেজনা ছিল শাসকদলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া এবং বিরোধী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ভোট গণনা কে কেন্দ্র করে। ১৬ রাউন্ড পর্যন্ত ১২০০ ভোটে এগিয়ে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী কয়েকটি রাউন্ডেই খড়কুটর মতো উড়ে গেল জগদীশ বাবুর সামনে। একদিকে যেমন জয়ের ধারা অব্যাহত রেখে নিজেকে প্রমাণ করলেন জগদীশ বাবু ।

সাধারণ মানুষের কথা না ভেবে, জনসংযোগ থেকে বিচ্ছিন্ন নীশিথ প্রামাণিক এর অহংকারের পতন হলো বলে দাবি রাজনৈতিক মহলের। ৩৯ হাজার ৬৬১ ভোটের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হেভি ওয়েট নিশীথ কে হারিয়ে কোচবিহার লোকসভা আসন পুনরুদ্ধার করল তৃণমূল কংগ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − three =