মঙ্গলবার হাওড়াতে লোকসভা ভোটের ফল ঘোষণার পরই শুরু হল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ৫,জুন :: মঙ্গলবার হাওড়াতে লোকসভা ভোটের ফল ঘোষণার পরই শুরু হল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাওড়ার চামরাইল এলাকার সুভাষপল্লী এলাকাতে নিজের দলের কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধেই।

ঘটনাতে একাধিক মহিলা সহ তৃণমূল কর্মী আহত হয়। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই বিষয়ে শাসকদলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

মঙ্গলবার সকাল থেকে বেলা গড়াতেই ভোট গণনা কেন্দ্রের সামনে ভিড় জমাতে শুরু করে শাসকদলের কর্মীরা। যদিও এহেন নিজেদের কর্মীদের উপরেই অপর গোষ্ঠীর আক্রমণের ঘটনাতে ফের একবার হাওড়াতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − seven =