নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ৬, জুন :: লোকসভা নির্বাচনের আগে থেকেই কার্যত বারুদের স্তপে পরিণত হয়েছিল ভাঙড়। দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষ যেন ভাঙড়ে নিত্যদিনের সঙ্গী। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
বুধবার রাতেও আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়েছে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর পঞ্চায়েতের ভুমরু এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কিছু তৃণমূল কর্মী এদিন আবির খেলার পর এলাকার পার্টি অফিসে বসেছিল। অভিযোগ, সেই সময় আইএসএফের লোকজন ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়। তাতেই রক্তাক্ত হন বেশ কিছু তৃণমূল কর্মী।
স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় শোরগোল। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তপ্ত এলাকাকে শান্ত করার চেষ্টা চলে। যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় আইএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।