ছিনতাইবাজদের দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলাবাসী! পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: শনিবার ৮,জুন :: চুরির ঘটনা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘটছে একাধিক চুরির ঘটনা। চুরির সাথে পাল্লা দিয়ে এখন যেন ত্রিপুরায় বেড়ে চলেছে ছিনতাইবাজের ঘটনা। এবার ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করা গেল আগরতলা শহরতলী ইন্দ্রনগর এলাকায়।

ইন্দ্রনগরস্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কার্যালয়ের সামনেই এবার সংগঠিত হলো এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। তা ও আবার দিনের বেলায়। একটি বেসরকারি সংস্থায় কর্মরত নবনীতা আচার্য নামে এক গৃহবধূ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার পথে পেছন দিক থেকে বাইকে করে আসা এক ছিনতাইবাজ আচমকা ওই গৃহবধূর গলা থেকে এক ভরি ওজনের সোনার চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

পরবর্তী সময়ে গৃহবধূটি চিৎকার করতে করতে বাইকের পেছনে যাবার চেষ্টা করলে ছিনতাইবাজ পালিয়ে যায়। ওই গৃহবধূ স্থানীয় আগরতলা জিবি আউট পোস্টে অভিযোগ জানাতে গেলে দেখা যায় একই দিনে ওই এলাকাতে আরো বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 19 =