বুমরাহ, হার্দিকদের আগুনে বোলিং! টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে পাকিস্তান কে হারিয়ে দিল ভারত

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ১০,জুন :: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক বোধ, অসাধারণ পারফরমেন্স ভারতীয় দলের। সামান্য রানের পুঁজি নিয়ে দুরন্ত প্রত্যাবর্তন। ভারত প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো কুড়ি রান করে, অনেকে ভাবতেই পারেননি এত অল্প রান করেও ভারত জিতে যাবে।

দুর্দান্ত দলগত পারফরমেন্স এর কারণে টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬ রানে পরাজিত করলো ভারত। এই জয় নিয়ে মোট সাত বার আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান কে পরাজিত করল ভারত। অথচ জিততে হলে মাত্র ১২০ রান করতে হবে এই অবস্থায় ব্যাট করতে নেমে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানকে একটা ভাল শুরু দিয়েছিল।

পাকিস্তানের দুই ওপেনারের ক্যাচ ফসকায় ভারতীয় ফিল্ডাররা। তবে বুমরা সিরাজদের আগুনে বোলিংয়ে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাজেহাল করে তুলেছিল। লাইন লেন্থ সঠিক রেখে দুরন্ত বোলিং করে চলেছিলেন ভারতীয় বোলাররা। যত সময় গড়ায় ভারতীয় বোলাররা ম্যাচের উপর আধিপত্য জমাতে শুরু করে।

নিখুঁত বোলিং এর কারনে সিঙ্গেলস মুশকিল হয়ে পড়েছিল পাকিস্তানি ব্যাটসম্যানদের।এই সময় প্রতিটি পরতে ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে। জাসপ্রিত বুমরাহ ৩/১৪ এবং হার্দিক পান্ডিয়া ২/২৪ অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণে ভারত ম্যাচটি জিতে নেয়। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের ১৮ রানের প্রয়োজন ছিল। তবে পাকিস্তান ১২.রানের বেশি তুলতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − nine =