নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: বুধবার ১২,জুন :: আজ জামাই ষষ্ঠী আর জামাইষষ্ঠীর সকালে কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রামীণ মহিলারা। মূলত আজ বাড়ির মহিলারা তাদের জামাই ও সন্তানদের জন্য ষষ্ঠী পুজোর ব্যবস্থা করে থাকেন।
আর ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখেই আজ ভোর পাঁচটা থেকে বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুরের মদনেশ্বর শিব মন্দির চত্বরে ষষ্ঠী তলায় লম্বা লাইনে দাঁড়িয়ে আছে ভক্তরা তবে বেলা যত গড়িয়েছে ভক্তের সমাগম তত বেড়েছে পূজো দিতে এই মন্দির চত্বরে।
বুধবার সকাল ৯:৩০ নাগাদ এই মন্দির চত্বর একরকম জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। মূলত আজ আম, জাম, কাঁঠাল, লিচু, তাল, পিয়ারা সহ বিভিন্ন উপকরণ দিয়ে নৈবিদ্য সাজিয়া দেওয়া হয় পূজো।
ময়ূরেশ্বরের পাশাপাশি জেলার ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম ও মল্লারপুরেও আয়োজন করা হলো ষষ্ঠী পূজার। বুধবার সকাল ১০টা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ও দক্ষিণগ্রামে জামাইষষ্ঠী পুজোয় মেতে উঠেছে ওই এলাকার মহিলারা। এদিন ফুল, ফল, নৈবিদ্ধ সাজিয়ে ষষ্ঠী তলায় জমায়েত হলেন ওই এলাকার মহিলারা।