নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ১২,জুন :: কোচবিহার -২ ব্লকের ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল। বুধবার ওই গ্রাম পঞ্চায়েতের ৩ পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগ দিতেই ২৩ আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের আসন সংখ্যা দাড়ালো ১২। তবে এদিন প্রধান যোগ দেয়নি।
ফলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধানকে কিভাবে সরানো যায় সেটাও দেখা হচ্ছে বলে জানান জেলা তৃনমুল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। গত ২০২৩ সালে এই পঞ্চায়েতে বিজেপি ১৪ টি এবং তৃনমুল ৯ টি আসনে জয়ী হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। এরপর এদিন বিজেপির ৩ পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগ দিতেই কার্যত গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃনমুল।
বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন পুলিশ মারফত ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের দের যোগদান করানো হচ্ছে ।