নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: শুক্রবার ১৪,জুন :: দীর্ঘ ৬০দিন ব্যান পিরিয়ড কাটিয়ে পুরোনো ছন্দে ফিরলো মৎস্যজীবীরা। আজ ১৪ই জুন সরকারি তরফে সমুদ্র ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
এবার প্রথমবারের জন্য সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে ব্যান পিরিয়ডের দু’মাসে ৫০০০ করে মোট ১০ হাজার টাকা দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। মৎস্য প্রজননের জন্য ১৫ই এপ্রিল থেকে দু’মাস সমুদ্র ও নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে। আজই শেষ হলো এই নিষিদ্ধ সময়সীমা।
গভীর সমুদ্রে মৎস্য শিকারের আশায় আজ থেকে পাড়ি দিলো শয়ে শয়ে ট্রলার। আর তাই ট্রলারের রঙ করা থেকে তেল ভরা, বরফ মজুত প্রত্যেকটি কাজই সেরে ফেলছে মৎস্যজীবীরা। জালের বাঁধন যাতে কোনোভাবে আলগা না হয় সেই কারণেই শেষ মুহূর্তে জালের গিঁটটাও বেঁধে নিচ্ছেন শক্ত করে।