বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউ জলপাইগুড়ি :: সোমবার ১৭,জুন :: বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ এনজেপি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারল একটি মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷

যদিও এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷ আদৌ কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দুর্ঘটনা অভিঘাতে যেভাবে দুটি কামরা উল্টে গিয়েছে, তাতে হতাহতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তবে আহত হয়েছেন বহু যাত্রী৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশনের প্রায় তিরিশ কিলোমিটার আগে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সাকল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷

জানা গিয়েছে, রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে৷ মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই৷ ফলে কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷

প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল৷ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷

তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন থাকছেই৷ শেষ পাওয়া অসমর্থিত সংবাদে জানা যাচ্ছে মৃতের সংখ্যা নয় দাঁড়িয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =