নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিপুরা :: বুধবার ১৯,জুন :: পূর্ত দপ্তরের কর্মীদের অবৈজ্ঞানিক ও অবাস্তব এস্টিমেট, এবং রাস্তার নির্মান কাজের বরাদ পাওয়া ঠিকাদারের খামখেয়ালিপনা ও চুড়ান্ত গাফিলতির খেসারত দিচ্ছে ত্রিপুরা কলিবাজার, কাসকো, সরবং ভিলেজ, মৈলাক ও বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ ।
সামান্য বৃষ্টি হলেই জলে কাদায় একাকার হয়ে থাকা রাস্তা দিয়েই সংশ্লিষ্ট এলাকার ছাত্র-ছাত্রী সহ আপামর জনসাধারণকে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ করলেন জনগণ। সেই বেহাল রাস্তাটির সংস্কার করে মানুষের যাতায়াতের ন্যুনতম সুবিধা করে দেওয়ার কোন প্রকার উদ্যোগ নেই ।
পূর্ত দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার জনগনরা। যার ফলে, ক্ষুব্ধ খোদ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সহ ভুক্তভোগী এলাকাবাসীরা। বেহাল রাস্তাটির সংস্কার করার জন্য পূর্ত দপ্তরের কর্মীদের কাছে আবেদন জানালেন ভুক্তভোগী এলাকাবাসীরা।