নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২০,জুন :: গাজোল কৃষকদের জমিতে জল দেওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে কৃষকরা জমিতে জল দিতে পারছেন না ধানের চারা রোপন করতে পারছেন না তাই কৃষকরা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ।
কৃষকদের অভিযোগ বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোন কাজ হয়নি তাই বাধ্য হয়ে আজ আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে আমরা রাস্তা অবরোধ তুলে নেই। এলাকার এক কৃষক গণেশ হেমব্রম বলেন গাজোলের দেওতলা অঞ্চলের কদমপুকুর এলাকায় কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য সরকারি ডিপ টিউবযেল রয়েছে সেই ডিপ টিউবযেলর ট্রান্সফার ফরমার বিকল হয়ে যায় চলতি মাসের ৫-৬ তারিখ ।
বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে দেখে যান তারা বলেন ট্রান্সফরমার পুড়ে গেছে পুনরায় নতুন ট্রান্সফরমার দিতে হবে। তারপর বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে করা হলেও কাজের কাজ কিছু হয়নি। আমরা মালদা দপ্তরে যোগাযোগ করি সেখান থেকে গাজোল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করতে বলা হয় ।আমরা সেই মতো গাজোল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করি।
কোন কাজ না হওয়ায় আমরা বাধ্য হয়ে সকল কৃষক মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাই। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ এবং গাজোল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তারা আমাদের আশ্বাস দেন সন্ধ্যার মধ্যে নতুন ট্রান্সফরমার দেওয়া হবে। আমরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেই ।আমাদের দাবি পূর্ণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব