নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২০,জুন :: ট্যালেন্ট বা প্রতিভা কখনোই বয়সের নিচে চাপা থাকে না, এই কথাটি আরও একবার প্রমাণ পাওয়া গেল কোচবিহারেই। কোচবিহার জেলার ছোট্ট অদিতি বয়স মাত্র ১৪ বছর ওডিশি ডান্স ফর্ম এ ভালো কৌশল দেখানোর জন্য গোটা উত্তরবঙ্গের একমাত্র নৃত্যশিল্পী হিসেবে পেল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্র থেকে স্কলারশিপ।
এই স্কলারশিপ আগামী দিনে তার পথ চলা কে উৎসাহিত করবে বলে দাবি করছেন কোচবিহারের সাংস্কৃতিক জগতের অন্যান্য বিজ্ঞেরা। অদিতি দেব, পিতা জহর দেব সুকান্ত সরণি ওয়ার্ড নাম্বার-৫ কোচবিহার । অদিতি একটি ১৪ বছরের কোচবিহারের মেয়ে আড়াই বছর বয়স থেকে ওর নৃত্যের প্রতি আসক্তি। ইতিমধ্যেই ওডিশি নাচে ২১ টি আন্তর্জাতিক ও জাতীয় স্তরের পুরস্কার তার ঝুলিতে।
কোচবিহার কেন্দ্রীয় বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্রী। পড়াশোনার পাশাপাশি ওডিসি ক্লাসিক্যাল ড্যান্সে সমান পারদর্শী অদিতি। শিক্ষা শুরুতেই কলকাতার ওড়িশি নৃত্য গুরু স্বর্গীয় গিরিধারী নায়কের কাছে ওডিসি নৃত্যের ৬ বছর তালিম নিয়েছে সে।
শেষ করোনাতে গুরুজি ইহলোক ত্যাগ করায় তার মেয়ে সুজাতা নায়েকের কাছে কিছুদিন নৃত্য শেখার পর বর্তমানে কলকাতার প্রকৃত দশা ওড়িশি নৃত্য গুরু শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়ের কাছে নিয়মিত ওডিসি নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছে অদিতি ।
এর সাথে সাথে অদিতি নিজেও মাত্র ১৪ বছর বয়সে ও নাচের প্রশিক্ষণ দিচ্ছে, ওর বর্তমানে ৪৫ জন ছাত্রী রয়েছে যারা নিয়মিত অদিতির কাছে নৃত্য শিখে আসছে। গত ফেব্রুয়ারিতে অদিতি কলকাতায় গিয়ে রামকৃষ্ণ ইনস্টিটিউশনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের স্কলারশিপ এর পরীক্ষা দিয়ে এসেছে। তার ফল প্রকাশ হয়েছে অদিতি পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার প্রদত্ত স্কলারশিপ পেয়েছে।