নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২১,জুন :: বর্ষাকালে ইলিশ মাছ, মাছে ভাতে বাঙালির বাড়তি পাওনা। বিভিন্ন জায়গার মতো শিলিগুড়িতেও ইলিশ মাছের বিশাল চাহিদা। দাম যতই বেশি থাকুক না কেন ইলিশ মাছ দিয়ে ভাত না খেলে যেন ১৬ আনাই বৃথা। বিধান মার্কেটের মাছ বাজারে ইলিশ মাছের দাম কত কি বললেন ব্যবসায়ীরা ।
একজন ব্যবসায়ী জানিয়েছেন ইলিশ মাছ হাজার থেকে ১৪০০ টাকার মধ্যে রয়েছে। কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে সেই কারণে বাজারে লোকের সংখ্যা কিছুটা কম। চাহিদা রয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশের ইলিশ মাছ বাজারে প্রবেশ করেনি তবে খুব তাড়াতাড়ি প্রবেশ করবে।
আরেক জন মাছ বিক্রেতা জানান পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত হয়ে চলেছে সেই কারণে বাজার একেবারে মন্দা। ইলিশ মাছ পর্যন্ত বিক্রি হচ্ছে না, বাজারের লোক সংখ্যা বৃষ্টির কারণে একেবারেই কমে গেছে।