নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২১,জুন :: চুরি যাওয়া কয়েক লক্ষ টাকা মূল্যের দুষ্প্রাপ্য একটি কালী মূর্তি উদ্ধার করল হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। মধ্য হাওড়ার হালদারপাড়া লেনের এক বনেদি বাড়ি থেকে গত বুধবার রাতে ওই মূর্তিটি চুরি হয়েছিল। কয়েক দশক আগের ওই মূর্তির সেই সময় মূল্য ছিল প্রায় আড়াই লক্ষ টাকা। ওজন ছিল সাড়ে তিন কেজি।
পুলিশ মূর্তি চুরির তদন্তে নেমে সিসি ক্যামেরার সাহায্য নিয়ে এক মহিলাকে সনাক্ত করেন। এরপর ব্যাঁটরার বৃন্দাবন মল্লিক লেনের কাছে তারাচাঁদ পোল্ল্যে লেন থেকে ওই মহিলাকে আটক করা হয়। ধৃতের নাম সঞ্চিতা রায়। তাঁর কাছে থেকে প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, চুরির তদন্তে নেমে সিসি ক্যামেরায় ওই মহিলাকে মূর্তি নিয়ে হেঁটে যেতে দেখা যায়।
এরপর তাঁকে কুণ্ডল বাগান এলাকায় এক ফাস্ট ফুডের দোকান দেখা যায়। পুলিশ ওই দোকান থেকে মহিলার তথ্য সংগ্রহ করে ব্যাঁটরা থানা এলাকা থেকে আটক করে। জানা গেছে প্রাচীন এই দুষ্প্রাপ্য মূর্তিটি আর জি কর পরিবার কিনেছিল ১৯৬০ সালে।