শহরের যানজট ও জবরদখল সমস্যা সরেজমিনে যৌথভাবে পরিদর্শনে মালদা জেলা প্রশাসন ও পৌরসভা

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২২,জুন :: শহরের যানজট ও জবরদখল সমস্যা সরেজমিনে যৌথভাবে পরিদর্শনে মালদা জেলা প্রশাসন ও পৌরসভা।শনিবার দুপুর বারোটা নাগাদ মালদা শহরের রথবাড়ি, রবীন্দ্র এভিনিউ, আইটিআই মোড়, ঘোড়াপীর মোড় সহ শহরের মূল প্রবেশদ্বার গুলিতে অভিযান চালায় জেলা প্রশাসনের আধিকারিকরা।

বিগত দিনে শহরে যানজট এবং জবর দখলকারী নিয়ে সমস্যায় ভোগেন শহরের মানুষ। শহরের বেশিরভাগ ফুটপাত দখলের অভিযোগ তোলেন শহরবাসী। প্রায় দিনই শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথ চলতি মানুষেরা।

শহর যানজট ও জবরদখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয় উচ্চ দপ্তর থেকে। উচ্চ দপ্তরের নির্দেশ পেয়ে শনিবার এলাকা পরিদর্শন করেন উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন, ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং, পরিবহন দপ্তরের আধিকারিক সুরজ কুমার দাস, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + three =