সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: রবিবার ২৩,জুন :: প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতরা দুজনেই বিহারের বাসিন্দা। উৎকর্ষ রাজ ও প্রতীক রঞ্জন নামে গ্রেফতার দুই ছাত্র।
গড়িয়ার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে সেমিস্টার পরীক্ষার প্রশ্ন সোশাল মিডিযায় ফাঁস করে দেওয়ার অভিযোগ। ঘটনায় কলেজ কতৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।প্রশ্ন ফাঁস, সোশ্যাল মিডিয়ায় লিক, একের পর এক পরীক্ষা বাতিল, চাপানউতোর চলছেই। এরইমধ্যে ফের রাজ্যে আরও এক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ।
ধৃতরা দু’জনেই বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে। দু’জনেই পড়ছিল গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। এদের মধ্যে একজন বি টেক দ্বিতীয় বর্ষের পড়ুয়া অন্যজন প্রথম বর্ষের পড়ুয়া বলে জানা যাচ্ছে।