নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: রবিবার ২৩,জুন :: গড়িয়ায় কাউন্সিলারের অফিসে হামলা চালানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। তাদের বক্তব্য তারা এর সাথে কেউই যুক্ত নন। ঘটনার সময় বাইরে ছিলেন তারা। কোনো রাজনৈতিক দলের সাথেও তারা যুক্ত নন বলে দাবি ধৃতদের।
তবে ধৃতেরা প্রত্যেকেই জলপোল এলাকার বাসিন্দা। ধৃতেরা হল অসিত হালদার, টুকাই জোশ, তারক দাস, গোপাল দেবনাথ। ধৃতদের প্রত্যেকেই এফআইআর এ নাম আছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার সারারাত ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এদেরকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এই ঘটনার তদন্তে রবিবার ঘটনাস্থলে যান তদন্তকারীরা। তারা অফিস থেকে নমুনা সংগ্রহ করেন। এই নমুনা পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
শনিবার দুপুরে আচমকা বেশকিছু দুষ্কৃতি কাউন্সিলার পিন্টু দেবনাথের অফিসে হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হয় বাপি হাজরা, প্রতাপ মিশ্র ও রাজকুমার ও বাপ্পা। প্রত্যেকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।