নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৪,জুন:: মাদারিহাট থানার পশ্চিম খয়েরবাড়ির মাস্টারপাড়ায় হানা দেয় একটি দলছুট বুনো হাতি। পার্শ্ববর্তী ধুমচি ফরেস্ট থেকে বেরিয়ে গ্রামে ঢুকে ক্ষতিগ্রস্ত করে এলাকার সুকুমার বর্মনের রান্নাঘর।খেয়ে সাবাড় করে গাছে থাকা ১০/১২ টি কাঠাল।
স্থানীয়দের প্রচেষ্টায় খয়েরবাড়ি ফরেস্টে তাড়িয়ে দেওয়া হয় বুনো দাঁতাল হাতিটিকে।ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে ধুমচি বিটের তরফে জানানো হয়েছে।অপরদিকে ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের ছয় মাইলের মুন্ডা পাড়ার হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন। ঘুরে দেখেন গোটা এলাকা।কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে।
সেখান থেকে তিনি যান শিবনাথপুরে হাতির হানায় মৃত অমল কার্জির বাড়িতে।সেখানে মৃত অমলের পরিবারকে সমবেদনা জানান তিনি।পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক দীপক বর্মন।এদিন এলাকা পরিদর্শনে বিধায়ক দীপক বর্মনের সঙ্গে ছিলেন বিজেপির ফালাকাটা বিধানসভার সংযোজক জয় সূত্রধর, ফালাকাটা ২ নং মন্ডলের সভাপতি রঞ্জন বর্মন সহ প্রমুখ।