সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ২৪,জুন:: ব্যান পিরিয়ডের দুমাস শেষ হওয়ার পর সরকারী নির্দেশ মেনে গত ১৪ জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেয়।
কিন্তু পরিমিত বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মিলছেনা সেইভাবে । তাই প্রথম ফিশিং করার পর মৎস্যজীবীরা একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন । সেই সঙ্গে বহুল খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন । কবে দেখা মিলবে সমুদ্রে সেই রুপালি শস্যর ? তাই নিয়ে চিন্তায় উদ্বিগ্ন সকল মৎস্যজীবীরা।