কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৪,জুন:: লোকসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়েও থেমে থাকেননি তিনি।দলীয় কর্মীদের নিয়ে পর্যালোচনা করতে জেলায় জেলায় ঘুরছেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও কর্মীদের নিয়ে পর্যালোচনায় যোগদেন তিনি।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মীদের নিয়ে পর্যালোচনা করেন তিনি। সোমবার সকালে মালদা শহরের বাঁধে প্রাতঃভ্রমণ করেন, মালদা টাউন হল সংলগ্ন এলাকায় শাখায় যোগ এবং পুরনো স্টাইলে চায়ে পে চর্চা। তবে সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি তিনি। তবে কি নতুন কোন দলীয় পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ ? তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
বুধবার, মালদা ইংরেজবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রীন পার্ক মনসা তলা বস্তির বাসিন্দা সদ্য আইআইটি তে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র অভিজিৎ রায়ের বাড়িতে যান দিলিপ ঘোষ। ওই ছাত্রের সাথে দেখা করেন আগামী দিনে তার পুরনো জায়গা খড়্গপুরে ওই ছাত্রের পড়াশোনা করতে যাতে কোন অসুবিধা না হয় তার প্রতিশ্রুতি ও দেন।
অভিজিৎ রায় সদ্য আইআইটি তে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। দাদু কয়লা বিক্রি করে ও টোটো চালিয়ে এই ছাত্রকে মানুষ করেছেন। দিলীপ ঘোষ আসায় খুশি ছাত্রের পরিবার।