সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৫,জুন :: অম্বাবচিতেও খোলা থাকে শিলিগুড়ির আনন্দময়ী কালী মন্দির। প্রতিদিনই নিয়মমাফিক নিত্য পূজো ও ভোগ প্রসাদ অর্পণ করা হচ্ছে। সংশ্লিষ্ট মন্দিরের এক পূজারী জানান
দীর্ঘ ৯৫ বছর আগে তৈরি এই আনন্দময়ী কালী মন্দির। প্রথম থেকে অম্বুবাচীর সময়কালে মন্দির খোলা থাকে, বন্ধ হয় না মন্দির। সেই পরম্পরা মেনে আজও অম্বুবাচীর সময় মন্দির খোলা থাকে। মায়ের নিত্য পূজো হয় ভোগ প্রসাদ অর্পণ করা হয়।