নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৬,জুন :: সম্প্রতি কিছু দিন আগে একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়িতে।অনলাইন মাধ্যমে প্রতারণার ছক বানছাল করলো স্থানীয়রা।হাতেনাতে এক নাবালিকা ও এক যুবককে ধরে ফেলল শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
জানা যায় দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দোকানে দোকানে গিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করত এই দুজন।অনলাইন মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে QR কোড স্ক্যান করে স্ক্রিনশটও দোকানদারদের দেখাতো তারা। কিন্তু ব্যাংকের একাউন্টে ঢুকতো না টাকা।
একাধিকবার বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে এই ঘটনা ঘটার পর দোকানদাররা একত্রিত হয়ে ওই নাবালিকা এবং ওই যুবককে চিহ্নিত করে। সেই মতো ওই ওয়ার্ডের একটি নার্সিংহোমের সামনে ওই দুজনকে হাতে নাতে ধরে ফেলে তারা।
তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুজনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।জানা যায়,ওই নাবালিকা এক স্কুল ছাত্রী এবং ওই যুবক কলেজে পড়াশোনা করে।এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে বলে অনুমান স্থানীয়দের।পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।