নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৬,জুন :: পার্ক স্ট্রিট, অ্যাক্রপলিস মল এর পর বড় বাজারের মেহতা বিল্ডিং বি -ব্লকেএ আগুন লাগে । দুই সপ্তাহের মধ্যে কলকাতায় মোট চারটি বড় অগ্নি কান্ডের ঘটনা ঘটে।কলকাতার বড় বিল্ডিং গুলোতে কেন বারবার আগুন লাগছে? সেটাই এখন প্রশ্ন।
পূর্বাঞ্চলের সবথেকে বড় ওষুধের হোলসেল মার্কেট এই মেহেতা বিল্ডিং থেকেই ওষুধ সাপ্লাই হয়। বড় বড় ওষুধ কোম্পানিগুলির হোলসেল মার্কেটও এই মেহতা বিল্ডিং । এই মেহেতা বিল্ডিং থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই হয় । সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে ।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বড় বাজারের ঘিঞ্জি এলাকায় মেহতা বিল্ডিং এ ব্লক বি এর থার্ড ফ্লোরে একটি ওষুধের গোডাউনে আগুন লাগে , ঘটনাস্থলে প্রথমে দমকলের ৪ টি ইঞ্জিন এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা বেগ পেতে হলে দমকলের আরো ছটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে । মোট দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
কি কারনে আগুন লাগলো এখনো স্পষ্ট নয় । ঘটনাস্থলে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি , এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা , ঘটনাস্থলে উপস্থিত হন বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা। এছাড়াও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু ।