নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৭,জুন :: অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার নির্মিয়মান বাড়ির ছাদ থেকে। চাঞ্চল্য দুর্গাপুরের লাউদোহাতে। তদন্তে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে।
অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। মৃতের নাম কাজল ঘোষ। উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত কালিপুর গ্রামে। বছর ৬২ র কাজল ঘোষ নিজের নির্মিয়মান বাড়ির ছাদে আজ সন্ধ্যা নাগাদ জল ঢালতে উঠেছিলেন । অনেকক্ষণ হয়ে গেলেও ছাদ থেকে না নামায় বাড়ির লোকজন ছাদে উঠে দেখেন কাজল বাবুর নিথর দেহ পড়ে রয়েছে ছাদের ওপর।
মাথার পেছনে গুলি লাগার আঘাতের চিহ্ন স্পষ্ট। তড়িঘড়ি বাড়ির লোকজন ফরিদপুর লাউদোহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজল ঘোষকে নিয়ে গেলে সেখানেই চিকৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।কাজল বাবুর গলার সোনার চেন, মানি বাগের টাকা পয়সা গায়েব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লাউদোহা থানাদর পুলিশ, ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তারাও।
কি কারণে এই ঘটনা পুলিশ তদন্ত শুরু করেছে, তবে কাজল বাবুর নির্মিয়মান বাড়ির সামনের মাঠে বসে থাকা কিছু ব্যাক্তি পটকা ফাটার একটা আওয়াজ পেয়েছিলেন বলে জানান, সেটাই যে গুলির শব্দ সেটাও ঘুনাক্ষর্রে টের পাননি কেউ। মৃতদেহ ময়না তদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার কালিপুর অঞ্চলে।