নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৭,জুন :: লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট.এস.আর সারাদামনি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল এর রান্না চালু করতে গিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে, গুরুতর আহত হয় প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং আসিস্টেন্ট শিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম নামে দুই দিদিমণি।
সাধারণ মানুষের তৎপরতা তে আগুন নিভিয়ে দেওয়া হয়। এরপর আসে দমকল এসে গ্যাস সিলিন্ডার টি বাইরে করে দেয়। আহত শিক্ষিকাদের কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য সেই সময় বিদ্যালয়ে কোনো ছাত্র ছাত্রী ওই ঘরে ছিলোনা। স্থানীয়রা বলেন বিদ্যালয় এর প্রার্থনা শেষ হবার পরেই চা বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার বড়বাবু দেবাশিস পাহাড়ি । তিনি পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন এবং মিড ডে মিল এর ঘরটি কে তালা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন তড়িঘড়ি বালি জগাছা কেন্দ্রের বিডিও সঞ্জয় কুমার গুছাইত। সবাই মিলে পরিস্থিতির উপর নজর রাখছেন