নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৭,জুন :: আড়ে বহরে শহর বাড়ার সাথে সাথে গত কয়েক বছরে জন বিষ্ফোরন ঘটেছে, হয়েছে অবৈধ দখলদারি। ফলে দুর্গাপুরের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের নিঃশ্বাস নেওয়ার জায়গা প্রয়োজন, বলছেন আড্ডার নতুন চেয়ারম্যান কবি দত্ত।
দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এমনই বক্তব্য কবি দত্তের। উচ্ছেদ হবেই, তবে মানবিকতাকে সামনে রেখে, কেউ যদি সেই মানবিকতাকে ব্যবহার করে সুযোগ নেয়, সেটা বরদাস্ত করা হবে না, সাফ জানান আড্ডার চেয়ারম্যান।
এদিন দুর্গাপুর নগর নিগম ও আড্ডার পক্ষ থেকে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে খুব শীঘ্রই এই উদ্যোগ শুরু করা হবে।