নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ২৮,জুন :: ফুটপাতকে হকার মুক্ত করতে একশান মুডে নেমে পড়েছে রাজ্য সরকার। নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফুটপাতগুলিকে দখল মুক্ত করতে এবার অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে বেআইনি দখল সরাতে সোনারপুরে বুলডোজার নিয়ে হাজির হয় পুলিশ প্রশাসন ভাঙ্গা হয় একের পর এক দোকান। সোনারপুর বাজার এলাকায় এই দিন উচ্ছেদ অভিযানে নামে সোনারপুর রাজপুর পৌরসভা ও সোনারপুর থানার পুলিশ। উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যত পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযান বন্ধ থাকলেও পুনরায় আবারও অ্যাকশন মুডে নেমে পড়ে সোনারপুর থানার পুলিশ ও সোনারপুর রাজপুর পৌরসভার পৌর আধিকারিকরা। সোনারপুর বাজারে উচ্ছেদ অভিযানে বাধা দেয় ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি এই সামান্য দোকান করেই সংসার চলে দোকান ভেঙ্গে দিলে আমরা অসহায় হয়ে পড়বো। সংসার চালাতে পারবো না বাচ্চাকাচ্চাদের পড়াশোনাও আর হবেনা।
পুলিশ প্রশাসনকে অনুরোধ করে ব্যবসায়ীরা। এ বিষয়ে এক বিক্ষোভকারী মহিলা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের পেটে লাথি মারলো, আমরা এই ভেবে ভোট দিয়েছিলাম যে দিদি আমাদের কথা শুনবে। কিন্তু দিদি আমাদের পেতে লাথি মারলো। আমাদের সংসার ভেসে গেল। চাইনা আমাদের লক্ষীর ভান্ডার চাইনা কোন সরকারি সাহায্য আমরা ব্যবসা করেই খেতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্তনাদ করছে সোনারপুরের কয়েকশো ব্যবসায়ীরা।
কার্যত এই উচ্ছেদ অভিযানের ফলে কর্মহীন হয়ে পড়ল সোনারপুর বাজারের কয়েকশো ব্যবসায়ীরা। চোখের সামনেই নিজেদের স্বাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসনের আধিকারিকেরা। কান্নায় ভেঙে পড়ল কয়েকশ দোকানদার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের রুজি রুটির শেষ সম্বল টুকু বাঁচিয়ে রাখার জন্য কাকুতি মিনতি করছে সোনারপুর বাজারের কয়েকশো ব্যবসায়ীরা।