মালদা:- গরু ষাঁড়ের দখলে শহরের ব্যস্ত বহুল রাস্তা, নাজেহাল শহরবাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৮,জুন :: গরু ষাঁড়ের দখলে শহরের ব্যস্ত বহুল রাস্তা, নাজেহাল শহরবাসী। দুর্ঘটনার আশঙ্কা পথ চলতি মানুষের। ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌরসভার।

মালদা শহরের বেশ কিছু ব্যস্ত বহুল রাস্তায় গুরু ষাঁড়ের উৎপাত। বিশেষ করে পুরাতন মালদা ব্লকের সাহাপুর সেতু মোড় হয়ে বেশিরভাগ গরু ষাঁড় ঢুকে পড়ছে মালদা শহরে। মাঝে মধ্যেই দেখা যায় গরু ষাঁড় দখল নিয়েছে সাহাপুর সেতু, ফলে সেতুর উপর যান চলাচল সহ পথ চলতি মানুষদের বাধার মুখে পড়তে হয় ।

এছাড়া মালদা শহরের ফোয়ারা মোড়, রথবাড়ি মোড়, রবীন্দ্র এভেনিউ সহ বিভিন্ন ব্যস্তবহুল রাস্তার উপরে ষাঁড় ও বাড়ির পোষা গরুর অত্যাচারে নাজেহাল শহরবাসী। তাই এই ধরনের ঘটনায় শহরবাসী কোনরকম অসুবিধার সম্মুখীন না হয় মহকুমা প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামবে পৌরসভা এমনটাই জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

ইতিমধ্যে সাহাপুর এলাকায় মাইকিং করে কেউ যেন বাড়ির গরু বাইরে না ছাড়ে তা সচেতন করা হয়েছে। এরপরেও যদি কেউ সারারাত গরু ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =