নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২৯,জুন :: দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং কাজের জন্য লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর ফলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন শনিবার থেকে আন্দুল স্টেশনে কাজ শুরু হবে। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইনের আন্দুল স্টেশনে জরুরি কাজের জন্য ২৯ জুন থেকে ৬ জুলাই ( ৮ দিন) লোকাল এবং দূরপাল্লার ট্রেন মিলিয়ে ২৪০ টি ট্রেন বাতিল করা হয়েছে।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই দিনগুলিতে মোট ২০২ টি লোকাল ট্রেন, ৩৮ টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। এছাড়াও দূরপাল্লার ১৭ টি ট্রেনকে ঘুরপথে এবং ১০ টি ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে।